বিশেষ প্রতিনিধি, মণিরামপুর ॥
মণিরামপুরে জাকির হোসেন দিপু নামের এক পুলিশ অফিসার ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়পুর গ্রামের ইন্তাজ আলী সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মোটর সাইকেল যোগে আত্মীয় বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে মণিরামপুর-ঢাকুরিয়া সড়কের গাংড়া মোড় নামক স্থানে পৌঁছুলে বিপরীত থেকে আসা ইট ভাটার মাটি বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, নিহত জাকির ঠাকুরগাঁও জেলার রানীশংকৌল থানার এএসআই পদে চাকুরীরত ছিলেন। গত তিন দিন আগে ছুটিতে তিনি বাড়ীতে বোড়াতে আসেন। মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।