বিশেষ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর, বিমানের পরিচালক, জাতীয় মজুরি কমিশিনের চেয়ারম্যান ও সাবেক সচিব এন আই খান ও তাঁর স্ত্রী ফেরদৌস আরা খান সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় তার সরকারি গাড়ীটি দূর্ঘটনায় পতিত হয়। গাড়ীতে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। তাঁরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। এন আই খান টেলিফোনে জানান, বার আউলিয়া কলেজ গেট এলাকায় তাঁর অফিসিয়াল গাড়িটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় এক পাশে পড়ে যায়। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আহত হন। তাঁর স্ত্রী পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁকে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার এম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তাঁর স্ত্রীর পায়ের আঘাত গুরুতর, তাই অপারেশন করা লাগবে। ‘আল্লাহর অশেষ কৃপায় অলৌকিকভাবে বেঁচে গেছি,’ তিনি বলেন। ড্রাইভার সুজনও আহত হন। মনিরামপুরের কৃতিসন্তান এন আই খান সচিব থাকাকালে কয়েকটি মন্ত্রনালয়ের ব্যাপক সংস্কার করেছেন। ডিজিটাল বাংলাদেশের অন্যতম নেপথ্য কারিগর হিসেবে তিনি ব্যপক জনপ্রিয়।
Ref: dainikshikkha