ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এনআই খান সড়ক দূর্ঘটনায় আহত

Tito
মার্চ ১৪, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ  প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর, বিমানের পরিচালক, জাতীয় মজুরি কমিশিনের চেয়ারম্যান  ও সাবেক সচিব এন আই খান ও তাঁর স্ত্রী ফেরদৌস আরা খান সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় তার সরকারি গাড়ীটি দূর্ঘটনায় পতিত হয়। গাড়ীতে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। তাঁরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। এন আই খান টেলিফোনে জানান, বার আউলিয়া কলেজ গেট এলাকায় তাঁর অফিসিয়াল গাড়িটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় এক পাশে পড়ে যায়। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আহত হন। তাঁর স্ত্রী পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁকে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার এম্বুলেন্সে করে  ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তাঁর স্ত্রীর পায়ের আঘাত গুরুতর, তাই অপারেশন করা লাগবে। ‘আল্লাহর অশেষ কৃপায় অলৌকিকভাবে বেঁচে গেছি,’ তিনি বলেন। ড্রাইভার সুজনও আহত হন। মনিরামপুরের কৃতিসন্তান এন আই খান সচিব থাকাকালে কয়েকটি মন্ত্রনালয়ের ব্যাপক সংস্কার করেছেন। ডিজিটাল বাংলাদেশের অন্যতম নেপথ্য কারিগর হিসেবে তিনি ব্যপক জনপ্র‌িয়।

Ref: dainikshikkha

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।