1. admin@manirampurprotidin.com : admin :
  2. hnurul146@gmail.com : nurul :
  3. titonews24@gmail.com : Tito :
শিরোনাম :
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল সাধারণ সভা অনুিষ্ঠত : অভিষেকের প্রস্তুতি হাইকোর্টের নির্দেশে কেশবপুরে অবৈধ “রোমান ব্রিকস” ভেঙ্গে দিল প্রশাসন মাদ্রিদে হবিগঞ্জবাসীর মিলন মেলায় মুখরিত লাভপিয়েছ মণিরামপুরের জুড়ানপুর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষরে বাঁধা মালিতে জাতিসংঘ শান্তিপদক পেলেন বাংলাদেশের ১৩৯ জন শান্তিরক্ষী কেশবপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মণিরামপুরে সাংবাদিক পুত্র মাহির গোল্ডেন জিপিএ-৫ লাভ মণিরামপুরে ইকবালকে কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ : রোহিতার আহ্বায়ক বহিষ্কার মণিরামপুরে ২দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন মণিরামপুরে গ্রাম ডাক্তারের ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর হাতে পঁচন ।। আদালতে মামলা

মণিরামপুরে সাহিত্য চর্চায় নিভৃতে অবদান রেখে চলেছে সাহিত্য আড্ডা

  • আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৪ দেখেছেন

বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরে নিরবে নিভৃতে সাহিত্য চর্চা করে চলেছেন অ্যধ্যাপক হোসাইন নজরুল হক, অশোক কুমার বিশ্বাস ও শফিক শিমু নামের তিন সাহিত্যিক। বছর তিনেক আগে এই তিনজনের উদ্যোগে ‘সাহিত্য পরিষদ’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ সংগঠনের আয়োজনে আঞ্চলিক পর্যায়ের নবীন-প্রবীণ কবি, লেখক ও উপন্যাসিকদের সংগঠিত করে নিয়মিতভাবে বসছে সাহিত্য আড্ডা। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে চলে সাহিত্য আড্ডা। সাহিত্য চর্চায় নিভৃতে অবদান রেখে চলেছে সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা। সাহিত্য আড্ডায় স্বরোচিত কবিতা পাঠ, নিজেদের লেখা গল্প, রম্য রচনা নিয়ে চলে আলোচনা।
জানাযায়, সাহিত্য পরিষদের সভাপতি কবি অধ্যাপক হোসাইন নজরুল হক ঝিকরগাছা উপজেলার একটি কলেজে বাংলা সাহিত্যে অধ্যপনা করেন। তিনি যশোর এমএম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। উপজেলার মধুপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াকালিন তার ছোট বোনকে নিয়ে লেখা ছড়া ‘ছোট বোন বুড়ি, খাই শুধু মুড়ি’ স্কুলের শিক্ষক আলী আহম্মেদ স্যারের চোখে পড়লে তিনি লেখার প্রশংসা করে ভবিষ্যতে লিখে যাওয়ার উৎসাহ দেন। সেই থেকে লেখা শুরু। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অন্য রকম কথা’ যা ঢাকা বিশাকা প্রকাশনী থেকে বের হয়। এ পর্যন্ত ৫টি কাব্য গ্রন্থসহ ‘পুতুলে বউ ভাত’ নামে কিশোর কবিতা প্রকাশিত হয়েছে। এবার একুশে বাই মেলায় ‘ভাব প্রেম পদাবলী” কাব্যগ্রন্থ পওয়া যাচ্ছে।
ইতোমধ্যে আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশ ও রম্য রচনা ‘গুল্টে দা’র মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন শফিক শিমু। তারও ২ টি কাব্যগ্রন্থ ‘কুয়াশায় ভেজা সকাল ও ‘রোদ্রে ভেজা দুপুর’ প্রকাশিত হয়েছে। এছাড়া ছোট গল্প ’পান্থা ইলিশের গল্প’ ও ‘গুল্টে দা’ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় ছোট গল্প ‘পান্থা ইলিশের গল্প’ পাওয়া যাচ্ছে।
অপরদিকে অশোক কুমার বিশ্বাসের প্রেমের কবিতা ‘অতৃপ্ত কামনা’ বেশ সাড়া ফেলেছে। ‘মানুষ ও নৈস্বর্গিক’ নামে তারও একটি কাব্যগ্রন্থ এবারের একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে।
এই তিন সাহিত্যিক দেশের যে কোন প্রান্থে কবি সম্মেলন, কবিতার আসরসহ সংশ্লিষ্ট যে কোন সাহিত্য আড্ডায় তারা যোগ দেন। এমনকি ভারতের কলকাতায় অনুষ্ঠিত কয়েকটি কবি সম্মেলনেও যোদ দিয়েছেন কবি অধ্যাপক হোসাইন নজরুল হক। পেয়েছেন একাধিক সম্মাননা পুরস্কার।
সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক হোসাইন নজরুল হক বলেন, সাহিত্যরস মানুষের বিবেক, মনন ও চিন্তাকে জাগ্রত করে। নিজেকে আত্মশুদ্ধির এক অন্যরকম পন্থা সাহিত্য। সমাজের সকল অনাচার, অসঙ্গতি থেকে দুরে রাখে।

লেখক: আবু বক্কার সিদ্দীক


এ খবর টি সোস্যাল মিডিয়াতে এ পোষ্ট করুন

এ জাতীয় আরও খবর




© All rights reserved © 2013-2022