ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীন জনপদের খেলাধুলায় একে অপরের হৃদ্রতার সৃষ্টি হয় – এমপি স্বপন ভট্টাচার্য্য

admin
অক্টোবর ৩১, ২০১৪ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

Football MP

যশোর-৫ মণিরামপুরের এমপি স্বপন ভট্টাচার্য্য বলেছেন, গ্রামীন জনপদে খেলাধুলায় একে অপরের মধ্যে হৃদ্রতার সৃষ্টি হয়। প্রতিটি এলাকায় যুব ক্লাব সৃষ্টির মাধ্যমে নিয়মিত সময়োপোযোগী খেলাধুলা পরিচালিত করতে পারলে উঠতি বয়সী যুবকেরা বিপথে নিরম্নৎসাহিত হবে। শুক্রবার বিকালে উপজেলার গোপালপুর স্কুল এন্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা এড. অরম্নন স্মৃতি ফুটবল ট্রুনামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় বিজয়ী দল ও ম্যান অফদ্যা ম্যাচের হাতে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলায় মশিয়াহাটি একাদশ হরিনা একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। ম্যান অফদ্যা ম্যাচ হন মশিয়াহাটি একাদশের কংকর মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. মুজিবর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গাজী মোহাম্মদ, কুলটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রনয় রায় চৌধুরী, সাধারন সম্পাদক শেখর চন্দ্র, হরিহরনগর ইইনয়ন আ’লীগের সভাপতি মোমিনুর রহমান, স্থানীয় বিএনপি নেতা মতলেব হোসেন, গোপালপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিÿক অপূর্ব বিশ্বাস, জেলা ছাত্রলীগ নেতা সজীব কুশারী, খানপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন আক্তার প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।