ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি টিপু সুলতান সস্ত্রীক আগাম ৪ সপ্তাহের জামিন পুত্র হুমায়ুন সুলতানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

admin
নভেম্বর ১৭, ২০১৪ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

Pic 17.11.2014

স্ত্রী ডাঃ শামারম্নখ মাহজাবিন হত্যা মামলায় আটক মণিরামপুরের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাবের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালত। অপর দিকে পুত্রবধূ মাহজাবিন হত্যা মামলায় সাবেক এমপি টিপু সুলতানকে সস্ত্রীক আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। অপরাধীকে কণ্যা হত্যা মামলার বাদী প্রকৌশলী নূরম্নল ইসলাম অভিযোগ করে বলেছেন, মামলার অপর দু’আসামী খান টিপু সুলতান ও তার স্ত্রী ডাঃ জেসমনি আরা বেগম এখনো পর্যমত্ম আটক না হওয়ায় আটক হুমায়ুন সুলতান পুলিশ রিমান্ডে জামাই আদরে থাকতে পারে। তাছাড়া মামলা প্রত্যাহার করে নিতে তিনিসহ তার পরিবারের উপর নানাবিধ হুমকি অব্যাহত রয়েছে। মামলার বাদীর অভিযোগ ১৯৭১ সালের পর থেকে বহু অপরাধ জগতের নায়ক মণিরামপুরের সাবেক এমপি খান টিপু সুলতানের পূর্ব পরিকল্পনায় তার কণ্যাকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার টিপু সুলতানের ঢাকার ধানমন্ডির ৬নং রোডের ১৪নং বাসা থেকে পুলিশ তার কণ্যার লাশ উদ্ধারের পর উক্ত ঘটনা ধামাচাপা দিতে ঘাতক পরিবারসহ প্রভাবশালী অনেক ব্যক্তি জোর চেষ্টা চালায়। কিন্তু তাদের চেষ্টার পরিকল্পনা বেসেত্ম যায় গণমাধ্যম কর্মী এবং কিছু ভালো পুলিশ কর্মকর্তাদের নিরপেÿ পদÿÿপের কারনে। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আটক হুমায়ুন সুলতানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে চালান দেয়া হয়। ফলে এর উপর রবিবার ঢাকা মহানগর হাকিমের আদালতে শুনানী শেষে তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, বাকি অপর দু’আসামী খান টিপু সুলতান এবং তার স্ত্রী জেসমিন আরা বেগমকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাবাকোর্ট। এদিকে মাহজাবিনকে হত্যার ঘটনায় স্বামী হুমায়ুন সুলতানকে আটকের পর থেকে খান টিপু সুলতানের মণিরামপুরের বাসায় এবং যশোর শহরে অপর দু’টি বাসায় তালাবন্ধ দেখাগেছে। অন্যদিকে খোজ নিয়ে জানাগেছে গত শুক্রবার মাহজাবিনের লাশের ময়না তদমত্ম শেষে যশোরে এনে দাফনের পর থেকে নিহতের পরিবারে এখনো পর্যমত্ম শোকের মাতম কাটেনি। নিহতের পিতা মামলার বাদী প্রকৌশলী নূরম্নল ইসলাম বলেছেন, যশোর ও মণিরামপুরের মানুষ, এমনকি সাংবাদিকরা জানেন, খান টিপু সুলতান কি ধরনের ভয়ংকার লোক। কিন্তু তার ব্যাপারে ঢাকার মানুষ এবং অন্য স্থানের সাংবাদিকরা তেমন ভালো জানেন না। তিনি আরও জানান, হুমায়ুন সুলতান ব্যারিষ্টার জেনে তার সাথে আমার ফুলের মত মেয়েকে বিবাহ দিয়ে ছিলাম। কিন্তু পরে জানতে পারলাম সে ব্যারিষ্টার না, একজন মাদকসেবী। তবে ওই সময় সব কিছু জানার পরেও মুখ খুলতে পারেনি খান টিপু সুলতান এমপি থাকার ÿমতার কারনে। তিনি আরোও জানান, শুনেছি ধানমন্ডি থানা পুলিশ আমার কণ্যার লাশ উদ্ধারের বাসায় ঘটনার পর কয়েকবার গিয়েছে। কিন্তু সে বাসায়ও তালা মারা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদি আমার কণ্যা হত্যা মামলা করে জীবনও চলে যায় দুঃখ নেই। তবে খান টিপু সুলতান ও তার পুত্রের অপরাধ জগতের মুখোশ যাতে বেরিয়ে আসে তার জন্য সকল মানুষের কাছে তিনি (নূরম্নল ইসলাম) সহযোগীতা কামনা করেছেন। গতকাল রবিবার মামলার বাদী নূরম্নল ইসলাম জানান, আটক আসামী হুমায়ুন সুলতানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমি গণমাধ্যম কর্মীদেরকে বলেছি, আমি আমার কণ্যা (মাহজাবিন) হত্যার বিচার চাই এবং আমার জীবন থাকতে মামলা প্রত্যাহার করবো না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।