ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত -১

admin
নভেম্বর ২১, ২০১৪ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

Manirampur_Upazila-20.11.2014
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৩৬) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রশিদ (২০) আরও এক বিদ্যুৎ শ্রমিক গুরম্নতর আহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মোহনপুর এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করতে গেলে আব্দুস সালাম ও আব্দুর রশিদ বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হন। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গিয়ে গুরম্নতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া পথে আহত আব্দুস সালামের মৃত্যু ঘটে এবং অপর আহত আব্দুর রশিদকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আব্দুস সালাম কেশবপুর উপজেলার বুড়ুলী গ্রামের মৃত্যু হাসেম আলী সরদারের ছেলে। যশোর পলস্নী বিদ্যুৎ সমিতি-২ মণিুরামপুরের জেনারেল ম্যানেজার সালাউদ্দীন আল বিতার বলেন, আমি অফিসের বাহিরে আছি। জানতে পেরেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তিনি মেহবুব আজিজ নামের এক বিদ্যুৎ ঠিকাদারের শ্রমিক হিসাবে কাজ করতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।