ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে মেয়াদোত্তীর্ণ মদ্যপানে দুইজনের মৃত্যু : আশংকাজনক অবস্থানে আরোও একজন

Tito
এপ্রিল ২৪, ২০২০ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরে মেয়াদোত্তীর্ণ স্প্রীট পানে দুইজনের মৃত্যু হয়েছে। আরো একজন আশংকজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় স্প্রীট পান করে বাড়ি ফেরে পৌর শহরের পাবলিক লাইব্রেরীর পাশের চিহ্নিত মাদক বিক্রেতা মোক্তার আলী (৪৮), আলিয়া মাদরাসা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোমিনুজ্জামান মোমিন (৪৫) ও মোহনপুন এলাকার রাজমিস্ত্রী হাফিজুর রহমান। পরবর্তীতে ওই রাতেই নিজ বাড়িতে মৃত্যু হয় মোক্তার হোসেনের।
পরদিন শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়ে মোমিন। এসময় তার পরিবারের লোকজন তাকে দ্রুত মণিরামপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়।
অপর ব্যাক্তি রাজমিস্ত্রী হাফিজুর অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন লোকলজ্জার ভয়ে তাকে গোপনস্থানে রেখে চিকিৎসা দিচ্ছেন বলে জানাযায়। তবে তার অবস্থাও আশংকাজনক বলে সূত্র জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।