ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

পরিবারের প্রত্যাখান– ময়না তদন্তে টিপু সুলতানের পুত্রবধূ ডাক্তার মাহজাবীনের আত্মহত্যা

admin
নভেম্বর ২৪, ২০১৪ ৬:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের পুত্রবধূ ডাঃ শামারুখ মাহজাবীন আত্মহত্যা করেছেন বলে ময়না তদন্তের প্রতিবেদন নিশ্চিত হয়েছে চিকিৎসকরা। প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে। ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন। তবে মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম এই প্রতিবেদন প্রত্যাখান করেছেন। অধ্যাপক সোহেল মাহমুদ জানান, গতকাল দুপুর সাড়ে ৩টায় ধানমন্ডি থানার কনস্টেবল হুমায়ুনের কাছে রিপোর্ট হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে। এদিকে, রিপোর্ট প্রত্যাখান করে শামারুখের বাবা নুরুল ইসলাম বলেন, এই প্রতিবেদন আমি বিশ্বাস করি না। টিপু প্রভাব খাটিয়ে ময়না তদন্তের প্রতিবেদন প্রভাবিত করেছেন। প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডাঃ মাহজাবীনের লাশ উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায় তার শাশুড়ি। এই ঘটনায় মাহজাবীনের বাবা ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি মাহজাবীনের স্বামী হুমায়ুন সুলতান সাদাব এখন কারাগারে রয়েছেন।SUMII-24.11.2014

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।