ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধের কথা ভাবা উচিৎ

admin
নভেম্বর ২৪, ২০১৪ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারের পৃষ্ঠপোষকতায় বেপরোয়া ছাত্রলীগ হিংস্র হায়েনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।
রোববার দুপুরে রাজধানীর খিলগাওঁয়ে মহানগর অস্থায়ী কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক জরুরি সভায় তিনি একথা বলেন।24.11
ওয়াক্কাস বলেন, ‘দেশ ও জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে ছাত্রলীগের মত খুনি, চাঁদাবাজ, জঙ্গি সংগঠন নিষিদ্ধের কথাও এখন ভাবা উচিৎ। সম্প্রতি শাবিতে প্রকাশ্য অস্ত্রবাজিতে একজনের মৃত্যুর পর ছাত্রলীগ কর্মীদের কাছ থেকে পিস্তল-রিভলবারসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের পরও ছাত্রলীগের ব্যাপারে প্রধানমন্ত্রীর নমনীয় দৃষ্টি জাতিকে হতাশ করেছে।’
সরকারেকে উদ্দেশ্য করে মুফতি ওয়াক্কাস বলেন, ‘অবিলম্বে ছাত্র নামধারী এসব ভাড়াটে ক্যাডারদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন। অন্যথায় ছাত্রলীগই আওয়ামী লীগের ধ্বংস ডেকে আনবে।’
সংগঠনের সহ সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্মমহাসচিব মাওলানা মহিউদ্দীন ইকরাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, প্রচার সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।