ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীর নির্দেশে আসামিরা জামিন পেয়েছে

admin
নভেম্বর ২৪, ২০১৪ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারের প্রভাবশালী এক মন্ত্রীর প্রভাবে ডা. শামারুখ মাহজাবিন সুমি ‘হত্যার’ আসামিরা জামিন পেয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে তারা সেই মন্ত্রীর নাম বলতে রাজি হননি।
জাতীয় প্রেসক্লাবের সামনে হলি ফ্যামেলী রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী ডা. শামারুখ হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করা হয়।MP_SUMI-24
মানববন্ধনে উপস্থিত ছিলেন- কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ শামারুখের ছোট বোন তানজিয়া রহমান দুলা, বড় মামা কাজী শহিদুর রহমান, মামী রহিমা সুলতানা, সেজ মামা ইঞ্জিনিয়ার কাজী ফিরজুর রহমান, ছোট মামা কাজী শামসুল হক ।
সেজ মামা ইঞ্জিনিয়ার কাজী ফিরজুর রহমান শামারুখের শ্বশুর ও শাশুড়ির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এ মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আসল সত্য বেরিয়ে আসবে। তারা গ্রেপ্তার না হলে তাদের ছেলেকে রিমান্ডে নিয়ে কোনো লাভ নেই।’
কাজী ফিরজুর রহমান বলেন,‘আসামিরা বর্তমানে মামলা প্রত্যাহার করার জন্য তার বাবা নুরুল ইসলামকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে তারা ধানমণ্ডি থানায় একটি মামলা ও করেছে।’
মামী রহিমা সুলতানা বলেন, ‘সাংসদ টিপু সলতান সংবাদ সম্মেলন করে বলেছেন তার ছেলে হুমায়ন সুলতান ব্যারিস্টার। কিন্তু বিয়ের পর দেখা যায় তার ছেলে কোনো কিছুই করে না। সে এইচএসসি পাস।’
তিনি আরও বলেন, ‘যদি শামারুখ আত্মহত্যা করত তাহলে তার হাতে কেন ধারাল অস্ত্রের দাগ থাকবে। সে কেন হাঁটুগেড়ে বসে থাকবে।’
তাদের অভিযোগ, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. হাবিবুজ্জামান ও সহকারী ডা. সালে মাহমুদকে সুষ্ঠু তদন্ত করতে বাধা দিচ্ছেন টিপু সুলতান।
উল্লেখ, গত ১৩ নভেম্বর বিকেলে রাজধানীর ধানমণ্ডির ছয় নম্বর রোডের ১৩ নম্বর বাসভবন থেকে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শামারুখের বাবার করা মামলায় প্রধান দুই আসামি টিপু সুলতান ও তার স্ত্রী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।