ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নির্দেশের 8 দিনেও পুনরায় ময়নাতদন্তে

admin
ডিসেম্বর ২, ২০১৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

SUMII-24.11.2014র জন্য উত্তোলন করা হয়নি চিকিৎসক শামারুখ মাহজাবিনের লাশ, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা গত মঙ্গলবার পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার ওই নির্দেশ সম্বলিত চিঠি যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খানের হাতে পৌঁছায়। সিভিল সার্জন ডা. আতিকুর রহমান জানিয়েছেন, আদালত নির্দেশে ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করতে বলেছে। তবে এখনও কমিটি করা হয়নি। “জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ওসিও একই ধরনের চিঠি পেয়েছেন বা পাবেন। ঢাকা থেকে পুলিশ আসবে। তারপর লাশ উত্তোলন ও ময়নাতদন্তের কার্যক্রম গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।