ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ঘোষিত ভিশন-২১ বাস্তবায়নে ছাত্রলীগেকে যোগ্য হয়ে উঠতে হবে- কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ

admin
ডিসেম্বর ৮, ২০১৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক আব্দুল মজিদ বলেছেন, জননেত্রী শেখ হাসিন ঘোষিত ভিশন-২১ বাস্তবায়নে ছাত্রলীগের নেতা-কর্মীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে। বিজয় দিবস পালন উপলক্ষে সোমবার উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষা, কৃষিসহ প্রতিটি সেক্টেরে বর্তমান সরকারের যুগপোযোগী নীতি গ্রহনে দেশ যখন মধ্যমায়ের দেশে পরিনত হতে চলেছে তখনই একটি অপশক্তি দেশকে পিছনের দিকে নিয়ে যেতে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদেরকে রুখতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলতে হবে।Manirampurprotidin-08.12.2014 উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক ফিরোজ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি ও মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি এড; বশির খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সন্দিপ ঘোষ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান কবির শিপলু, মাহাবুবুল আলম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ খান লিখন, কাজী ওহিদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল সালাম রিংকু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মেহেদী হাসান রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আর আই শাহী, অর্থ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সম্পাদক তাপস বিশ্বাস, আহছান হাবীব বাবু, সদস্য সালকাবিল উদ্দিন জিসান, পিন্টু হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামান, ফরহাদ হোসেন, ফজলুর রহমান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।