ঢাকাশনিবার , ২০ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-সন্তানদের সাথে দেখা করতে কানাডার উদ্দেশ্যে আ’লীগের যুগ্ম সম্পাদক হানিফের দেশ ত্যাগ

Tito
জুন ২০, ২০২০ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ইতোমধ্যে দোহা পৌঁছেছেন তিনি। সেখান থেকে তার ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা।
কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতেই তিনি কানাডায় যাচ্ছেন।
তার ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলাম টুটুল বলেন, উনার বড় ভাই সাবেক ছাত্রনেতা রবিউল আলম কানাডায় থাকেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। বড় ভাইকে দেখতে মাহবুব উল আলম হানিফ কানাডা গেছেন। এছাড়া ওনার স্ত্রী ও ছেলে-মেয়েও কানাডায় থাকেন।
সূত্র : বাংলানিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।