ঢাকারবিবার , ১২ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে গৃহবধুর মাথার চুল কেটে দিলো স্বামী-শাশুড়ি

Tito
জুলাই ১২, ২০২০ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরধরে গৃহবধুর মাথার চুল কেটে দিলো স্বামী-শাশুড়ি। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের হাটলাল গ্রামে। এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ২নং নন্দীগ্রাম ইউপি সদস্য আব্দুর রহিম। জানা গেছে, হাটলাল গ্রামের আব্দুল হাকিমের ছেলে রনি আহমেদ (২৫) নাটোর জেলার সিংড়া উপজেলার উত্তর দমদমা গ্রামের আব্দুর রহিমের মেয়েকে বিবাহ করে। তাদের দাম্পত্য জীবনে মাঝেমধ্যেই ঝগড়া-কলহ লেগেই থাকতো। এমতাবস্থায় গত ১১ জুলাই সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া-কলহ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে রনি আহমেদ ও তার মা রিনা বেগম গৃহবধুকে মারপিট করে মাথার চুল কেটে দেয়। এ ঘটনাটি তার বাপের বাড়িতে জানাজানি হলে অভিভাবকরা এসে তাকে বাপের বাড়িতে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছে, রনি আহমেদ তাকে দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথম স্ত্রীকে কেন্দ্র করে মাঝেমধ্যেই অশান্তি সৃষ্টি হয়। গৃহবধুর চুল কেটে দেয়ার ঘটনাটি খুব দুঃখজনক। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে একটি সূত্রে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।