ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে এক মহিলার মৃত্যু

Tito
জুলাই ১৭, ২০২০ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার নন্দীগ্রামে বিষধর সাপের কামড়ে আবেদা বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া গ্রামের মৃত আলী আজগরের স্ত্রী। জানা গেছে, গত ১৬ জুলাই রাত আনুমানিক ৮ টার দিকে আবেদা বেগম মাটিরঘরের ভিতরে ভাত খাচ্ছিল। সে সময় এক বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর ওঝাঁ ডেকে এনে তাকে ঝাড়ফুঁক দেয়া হয়। এতেও সে সুস্থ হয়নি। তারপর রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন আবেদা বেগমের সাপের কামড়ে মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।