ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়মিতই আ.লীগের সঙ্গে যোগাযোগ করছে’

admin
ডিসেম্বর ১৯, ২০১৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখন নিয়মিতই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। তাই খালেদা জিয়ার পক্ষে সরকার বিরোধী আন্দোলন সক্রিয় করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম বেগম খালেদা জিয়া তার অর্বাচীন পুত্র তারেক রহমানের অশোভন, অশালীন এবং চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন কিংবা জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু জাতিকে অবাক করে দিয়ে তিনি পুত্রের সঙ্গে সুর মিলিয়ে তার অসংযত জিভ দিয়ে একই ধরনের বক্তব্য রেখেছেন। হাছান মাহমুদ আরো বলেন, সন্তান খারাপ হয় মায়ের জন্য। আর মা ভালো হলে সন্তানও ভাল হতো। তারেক রহমানের বিকৃতি আচরণের জন্য মনে করেছিলাম খালেদা জিয়া ক্ষমা চাইবেন। কিন্তু তিনি ক্ষমা না চেয়ে তারেকের বক্তব্য সমর্থন করে প্রমাণ করেছেন মা-ছেলে দুজনেই বদমাশ। এ সময় ড. হাছান খালেদা জিয়াকে অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে নিজের এবং নিজের পুত্রের মুখটা সামলান এবং দেশের মানুষের উপর পেট্রোল বোমা, হামলা পরিচালনার হিংস্র হায়েনার মানসিকতা পরিহার করুন। তাহলে দেশের মানুষ স্বস্তি পাবে। অন্যথায় দেশের মানুষের রোষানলের আগুনে আপনি এবং আপনার পুত্র দুজনই দগ্ধ হবেন। সরকারের সঙ্গে বিএনপি নেতাদের যোগাযোগ বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপিকে আমরা কোন দল মনে করি না। বিএনপি ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ দল ভাঙ্গায় বিশ্বাস করে না। আমরা চাই বিএনপি শক্তিশালী ভাবে রাজনৈতি কর্মকাণ্ড পরিচালনা করুক। এবং ঐক্যবদ্ধ থাকুক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।