নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার ডেরাহার গ্রামের আহসান হাবিবের ছেলে গোলাম রসুল (২৮), নিশিন্দারা গ্রামের টুকু মিয়ার ছেলে এনামুল হক (৩০) ও ভাদুম গ্রামের আক্কাস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)। তাদরকে ২২শে অক্টোবর বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
থানার এসআই চাঁন মিয়া জানিয়েছে, জিআর মামলার ওয়ারেন্টমূলে তাদেরকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।