ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

admin
জানুয়ারি ৭, ২০১৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ৪৯ নেতাকর্মীর মামলা দায়েরের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। IMG_30.12.2014বুধবার ভোররাতে যশোর উপশহর এলাকায় দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনায় কোতয়ালি থানার এসআই শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়েরে প্রতিবাদে ২০ দলীয় জোট এই হরতালের ডাক দিয়েছে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, মামলার দায়েরের প্রতিবাদে যশোর শহরসহ বিভিন্ন স্থানে ২০ দলীয় জোট রাতে বিক্ষোভ মিছিল করেছে।তিনি জানান, সরকার তার বাহিনী দিয়ে গাড়ি পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। সরকার এভাবে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার যশোরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।কোতয়ালি থানার সেকেন্ড অফিসার জহুরুল ইসলাম জানান, বুধবার ভোররাতে যশোর উপশহর এলাকায় দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতা তরিকুল ইসলামসহ অভিযুক্ত ৪৯ জনের মধ্যে রয়েছেন— বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আবদুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি ও যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, ইসলামী ছাত্র শিবিরের জেলা পূর্ব শাখার সভাপতি তাওহিদুল ইসলাম মুকুল, জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, শহর শাখার প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। কোতয়ালি থানার এসআই শাহিনুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।এদিকে, অগ্নিদগ্ধ বাসের হেলপার মুরাদ মোল্লাকে দুপুরে ঢাকায় স্থানন্তর করা হয়েছে। অগ্নিদগ্ধ মুরাদ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মাওনাড়া গ্রামের তোরাব মোল্লার ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।