মণিরামপুরে ৪৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ের উপজেলা ভিত্তিক খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩ দিন ব্যাপি ১৬ টি প্রতিষ্ঠানের খেলাধুলা এস.এম সিদ্দিকের পরিচালনায় গত বরিবার সকাল ১০ টায় সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে ৬ টি খেলা ও গতকাল সোমবার ৪ টি করে খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় ১-০ গোলে চাম্পিয়ান হয়েছে রামনগর মাধ্যমিক বিদ্যালয়। এসময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন,শ্যামকুড় ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, ক্রীড়া কমিটির সভাপতি আ.মজিদ,উপজেলা স্কাউটস’র সা.সম্পাদক ফারুখ আহমেদ লিটন,ক্রীড়া কমিটির সহ সভাপতি দীলিপ কুমার পাল ও সদস্য সচিব আব্দুল্লাহ প্রমূখ। মঙ্গলবার একই ভেন্যুতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।