ঢাকাবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত কেশবপুরের সাংবাদিক মাসুমের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত

Tito
আগস্ট ২৫, ২০১৬ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

01716833434মনিরুজ্জামান টিটো : ২৪শে আগষ্ট বুধবার মনিরামপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত কেশবপুরের সাংবাদিক মাসুমের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী। ২০১৪ সালের এই দিনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সকলের প্রিয় নির্ভিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মুসফেক-উস-সালেহীন মাসুম। তাঁর অকাল মৃত্যুতে এখনও শোকে মুহ্যমান কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকবৃন্দ, কেশবপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ব্যবসায়ী সমাজ। সাংবাদিক মাসুমের রুহের মাগফেরাত কামনা করে বুধবার বিকেলে কেশবপুর নিউজক্লাবে বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ২০১৪ সালের ২৪শে আগষ্ট সাংবাদিক মাসুম মোটর সাইকেলে যশোর শহর থেকে কেশবপুর ফেরার পথে মণিরামপুরের কূয়াদা বাজারের নিকটে পৌঁছালে একটি মাছবাহী পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক তথ্য’ পত্রিকার কেশবপুর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন। বর্তমানে বড় মেয়ে নওশীন নাওয়ার সাইরি (৯) যশোর মোমিন গার্লস স্কুলে পড়ছে। বড় মেয়ে ও ছোট মেয়ে জাহিন ছামাওয়া সাহনাজ (৩) কে নিয়ে মাসুমের স্ত্রী ফারজানা ফেরদৌস নিলা যশোরে বসবাস করছেন। তিনি খয়েরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। পারিবারিক সূত্রে জানাযায়, সাংবাদিক মূসফেক-উস-সালেহীন মাসুম ১৯৭৯ সালের ১০ ডিসেম্বর কেশবপুরের পাঁজিয়ায় দাদাবাড়িতে জন্মগ্রহণ করেন। মাসুমের পিতা মোজাম্মেল হক উত্তরা ব্যাংকের ম্যানেজার এবং মাতা আয়েশা বেগম কেশবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। পিতা মোজাম্মেল হক বর্তমানে চাকরি থেকে অবসর নিয়ে কেশবপুর উপজেলা সড়কের নিজস্ব বাসাসংলগ্ন ও মনিরামপুরে ছেলের রেখে যাওয়া সনি-র‌্যাংগসসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। মোজাম্মেল হকের এক ছেলে, এক মেয়ের মধ্যে মাসুম বড় ছিলেন। সাংবাদিক মাসুম যশোর জেলা স্কুল থেকে প্রাইমারী, ঝিনাইদহ সরকারী হাই স্কুল থেকে ১৯৯৪ সালে এসএসসি, এরপর কেশবপুর কলেজ থেকে এইচএসসি এবং খুলনা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস শেষ করে ২০০৬ সালে ব্যবসায়িক কাজে মন দেন। ২০০৯ সালে কেশবপুর নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সাংবাদিকতার পেশায় প্রবেশ করেন। এ সময় তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার কেশবপুর প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্য পত্রিকার কেশবপুর ব্যুরো প্রধান ও ডিটেকটিভ নিউজ এজেন্সি (ডিএনএ)’এর দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি ২০০৯ সালে মাসুম কেশবপুর ও মনিরামপুর উপজেলা সদরে সনি-র‌্যাংগস এর বৃহৎ একটি শো-রুম প্রতিষ্ঠা করেন। সাংবাদিকতা ও ব্যবসায়ী পেশায় সততা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে তিনি কেশবপুরবাসীর মন জয় করেন। তাঁর সততা ও সুন্দর ব্যবহারের কারণে মাত্র ৫ বছরের মধ্যে খুলনা বিভাগে সনি-র‌্যাংগস এর শ্রেষ্ঠ বিক্রেতা হিসেবে স্বীকৃতি পান। সনি র‌্যাংগস এর পক্ষ থেকে তিনি ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি  দেশ ভ্রমণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।