ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

এক মিনিটে মোবাইল চার্জ

admin
এপ্রিল ১৫, ২০১৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোবাইল চার্জ দেয়া নিয়ে যাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের জন্য সুখবর আসছে। মোবাইল চার্জ দেয়ার জন্য এখন আর হুড়োহুড়ি করতে হবে না। চার্জারে আগুনও ধরবে না। কারণ মাত্র এক মিনিটেই চার্জ হবে মোবাইল। এরকমই একটি চার্জার উদ্ভাবন করেছেন মার্কিন বিজ্ঞানীরা।Mobile27

বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা নতুন একটি চিপ আবিষ্কার করেছেন যা খুবই নমনীয় এবং দীর্ঘস্থায়ী। অ্যালুমিনিয়ামের তৈরি এই চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ দেয়া যাবে মাত্র এক মিনিটে। জার্নাল ‘ন্যাচার’ এ বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের বিস্তারিত ব্যাখা দিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, বর্তমানে ল্যাপটপ এবং মোবাইল চার্জ দেয়ার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। নতুন এই অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারি এর চেয়ে বহুগুন শক্তিশালী হবে। দ্রুত চার্জ দেয়া ছাড়াও নতুন অ্যালুমিনিয়ামের এই ব্যাটারি অনেক নিরাপদ এবং স্থায়ী হবে। বিশেষ করে লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অনেক সময় আগুন ধরে যায়। কিন্তু অ্যালুমিনিয়াম-আয়ন ব্যাটারিতে সেই সমস্যাটি হবে না। অনেকদিন ধরেই গবেষকরা অ্যালুমিনিয়াম দিয়ে স্বল্পমূল্যের এবং কম ওজন ও উচ্চ চার্জ ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি তৈরির চেষ্টা করেও ব্যর্থ হন। যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক হোঙ্গি দেইয়ের নেতৃত্বে একটি দল সেই কাজটি করতে সমর্থ হয়ে এতদিনের ব্যর্থতার গ্লানিকে মুছে দিতে সক্ষম হয়েছেন। ইউনিভার্সিটির এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে। দেই বলেন, অ্যালুমিনিয়াম ব্যাটারি এক হাজার সাইকেল পর্যন্ত টেকসই হয় সেখানে অ্যালুমিনিয়াম ব্যাটারি সাড়ে সাত হাজার সাইকেল টেকসই হয় এবং এতে তার ক্ষমতা কমে না। এই ব্যাটারি বাকানো বা ভাঁজ করা যায়। অ্যালুমিনিয়ামের বড় ব্যাটারি সৌরশক্তি সঞ্চয় করতেও সমর্থ হয় বলে জানান দেই। সূত্রে -সূত্র রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।