ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

“আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না”

admin
নভেম্বর ১৭, ২০১৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর একটি অঙ্গ সংগঠন যা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য নেতৃত্ব বিকাশের এবং ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাষ্ট্রের স্বেচ্ছাব্রতী ও সক্রিয় নাগরিক হয়ে নেতৃত্ব প্রদানের লক্ষ্যে দক্ষ হয়ে গড়ে ওঠার একটি বৃহৎ মাধ্যম হিসেবে বিভিন্ন প্রশিক্ষন প্রদানের মধ্য দিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার যশোর জেলা ইউনিট ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, যশোর জেলা কমিটির আয়োজনে ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ (১৭/১১/২০১৫) মঙ্গলবার সকাল ১০টায় ড. আব্দুর রাজ্জাক মিউনিিিসপাল কলেজের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক ভবনের ৫ম তলায় বিভিন্ন বিভাগের ২ শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস- ২০১৫ উদযাপিত হয় । জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, যশোর জেলা কমিটির আহবায়ক নারী নেত্রী ফিরোজা বুলবুল কলির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ড. আব্দুর রাজ্জাক মিউনিিিসপাল কলেজের অধ্যক্ষ জনাব ইকবাল হোসেন। তিনি বলেন, ‘এ জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা নিজেরা তাদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে এবং অন্যকে সচেতন করবে, নিজেদের আত্মরক্ষার হাতিহার হিসেবে নৈতিকতাকেই প্রাধাণ্য দিতে হবে’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জনাব আলফাজ উদ্দীন এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর এ্যাক্টিভিস্ট ও যশোর সদর ইউনিটের কোঅর্ডিনেটর মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে ‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের উপর উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। ১৮ জন ছাত্র- ছাত্রী উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করে। তাদের মধ্য থেকে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী পর্যন্ত ও একজনকে সেরা বক্তা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ জনাব ইকবাল হোসেন। প্রশিক্ষণটি পরিচলিনায় সহায়ক হিসাবে ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের যশোর সিটি কলেজ কোঅর্ডিনেটর সেলিম রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।