ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

admin
ডিসেম্বর ৬, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।Monirampur-Picture (05.12.2014) বর্তমান সরকারের বিরম্নদ্ধে দেশের একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে ৭১ এর ঘাতকদের বিচারের কাজ চলছে, আর এ বিচার নিয়ে যত-ষড়যন্ত্রই হোক তা থেকে বর্তমান সরকার থেমে থাকবে না। মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচীর অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে দলীয় কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোসত্মফা, উপাজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ফজলুর রহমান, হাতেম আলী, নূরম্নল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন হোসেন লাভলু। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভোজগাতী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুলটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক সাংগাঠনিক সম্পাদক হাসেম আলী, সমীর কুমার হাবু, সাবেক ছাত্রলীগ সভাপতি এ্যাড. বশির খান, জেলা যুবলীগ সদস্য প্রবীর কুন্ডু, উপজেলা যুবলীগ সভাপতি দেবাশীষ সরকার বাবু, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগের সদস্য ফারম্নক হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরম্নজ্জান মিল্টন, সাবেক ছাত্রলীগ নেতা সন্দ্বীপ ঘোষ, ছাত্র নেতা মুরাদ, ফজলু প্রমূখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।