ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

আপনার পিসি হোক দ্রুতগতি সম্পন্ন

admin
ডিসেম্বর ১৪, ২০১৪ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনেক নতুন windows xp ব্যাবহারকারী রয়েছেন, যারা হরহামেশা তাদের কম্পিউটার স্লো বলে অভিযোগ করে থাকেন এবং সেই সাথে অভিঙ্গ ব্যাবহারকারীদের কাছে পরামর্শ খুজে বেড়ান কিভাবে কম্পিউটার ফাস্ট করা যায়সেই রকম ব্যাবহারকারী হলে আপনি এই লেখাটি পরে দেখতে পারেনআমার মনে হয় আপনার কাজে লাগবেআপনি প্রথম দফায় যে যে কাজগুলো করতে পারেন তার ধারা হতে পারে এ রকম

Start menu থেকে run open করুন (অথবা window key+ R)

এখন লিখুন recent এবং enter দিনএকটি নতুন window open হবেএই window এর সবগুলো ফাইল delete দিনএভাবে পালাক্রমে লিখুন %temp%, temp , prefetch অতঃপর সবগুলো ফাইল delete দিন এবং রিসাইকেল বিন থেকে ডিলিট করুন

উপরোক্ত কাজ গুলো সফল ভাবে শেষ করার পর এবার নিম্নে উল্লেখিত কাজগুলো করুন

My computer right mouse button ক্লিক করে property অপশনটি সিলেক্ট করুনতারপর advanced ট্যাবটিতে ক্লিক করুনএখন performance এর setting বাটনে ক্লিক করুন performance options নামক একটি window open হবেএখানে adjust for best performance রেডিও বাটনটি ক্লিক করে ok করে দিনকি কম্পিউটার কেমন যেন সাদাকাল হয়ে গেল? ভয় পাবেন না এটা সাময়িকএবার পুর্বোল্লিখিত কার্যধারা অনুযায়ী আপনি আবার my computer থেকে adjust for best performance রেডিও বাটন পর্জন্ত যান এবং নিচের দিকের

Use common tasks in folders

Use drop shadows for icon levels on the desktop

Use visual styles on windows and buttons

এই কমান্ডগুলোর আগে ঠিক চিহ্ন দিনএবং ok করুনকাজ শেষ

সামগ্রিক প্রক্রিয়াটি যদি একবার রিভিউ করি তাহলে দেখা যায় ব্যাপারটি এ রকমঃ- my computer>right mouse button click>properties>advanced>performance setting>adjust for best performance>ok. তারপর my computer >………….adjust for best performance > Use common tasks in folders, Use drop shadows for icon levels on the desktop, Use visual styles on windows and buttons এ ঠিক চিহ্ন>ok.

এবার আসুন আপনার startup ক্লিন করা যাকনিচের কাজগুলো করুন

Run > লিখুন msconfig > startup ট্যাব ক্লিক > সবগুলো ঠিক চিহ্ন উঠিয়ে দিন অথবা disable all বাটন ক্লিক করুন, apply করে ok করে দিন restart চাইবে restart করুন restart এর পরে একটি ডায়লগ বক্স ওপেন হবে don’t show me again তে ঠিক চিহ্ন দিয়ে ok করুনব্যাস কাজ শেষ

Windows xp –র একটি আলাদা system restore নামক ফিচার রয়েছেএটি সব সময় আপনার সবগুলো drive মনিটর করতে থাকে এবং যে কোন পরিবর্তনের জন্য ওই drive গুলোতে backup জমা করতে থাকেএতে drive এর অনেক জায়গা বেদখল হয়ে যায় এর ফলে আপনি অনেক সময় ভয় পেতে পারেন যে কিভাবে যেন আপনার hard disk এ খালি জায়গা কমে যাচ্ছেভয়ের কিছু নেই আপনি নিম্নোক্ত কাজ গুলো করুন

My computer > right click> system restore ট্যাব ক্লিক > disk space usage কে max থেকে min করে দিন(একে একে সবগুলো ড্রাইভে এই কাজ করুন )> apply > ok করে বেরিয়ে আসুন

অনেক সময় windows page file গুলো ভারি হয়ে যায়এতে কম্পিউটারের performance কমে যেতে পারেসেক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরন করে দেখতে পারেন

start>control panel> administrative tools> local security policy> local policies> security options> ডান পাশের বক্স থেকে shutdown: clear virtual memory page file double click করে এনাবল করে ok করুন

Rem কম ব্যাবহার করে এরকম এন্টিভাইরাস ব্যাবহার করুন

ভাইরাস থেকে বাঁচতে porno site এ যাতায়ত কমিয়ে দিন

আপনার ড্রাইভ গূলো কে নিয়মিত defragment করুন

Defragment করতে হলে my computer > (প্রতিটি ড্রাইভ এ আলাদা করে) right click>tools ট্যাব ক্লিক > defragment now> analyze>defragment. শেষ

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।