ঢাকাশুক্রবার , ১ মে ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার প্রদান

admin
মে ১, ২০১৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অMonirampur Pic (30.04.2015)তিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য । এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তপন কুমার পবন,শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, সঞ্জয় দাস, সাধন বসু, এস,এম ফরহাদ শরীফ প্রমুখ । উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২১৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ১০ কেজি নেরিকা ও ৫ কেজি উফশী ধানের বীজ এবং ২০ কেজি ইউরিয়া, ১০ এমওপি, ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে । এছাড়াও প্রতি কৃষক তাদের স্ব-স্ব ব্যাংক হিসাব থেকে সেচ ও পরিচর্যা বাবদ ৪০০ ও ৮০০ টাকা হারে আর্থিক সুবিধা পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।