ঢাকারবিবার , ৯ আগস্ট ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিএনপি কর্শীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

admin
আগস্ট ৯, ২০১৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে তৈয়ব আলী মিন্টু (৩৮) নামে এক বিএনপি কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। আহত মিন্টুর দাবি তার বাম পায়ে গুলি করা হয়েছে তবে পুলিশ জানিয়েছেন তার পায়ে গুলি করা হয়নি তিনি একাধিক নাশকতার মামলার আসামি এ জন্য স্থানীয় আওয়ামী কর্মীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।  আহত তৈয়ব আলী ওই গ্রামের ইমান আলী atokসরদারের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত মিন্টু  নিয়েছেন, তিনি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওষুধ কিনতে জয়পুর বাজারে যান। এ সময় আওয়ামী লীগ কর্মীরা তাকে ধরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পুলিশের হতে তুলে দেয়। পরে পুলিশ তাকে ধরে আবার এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং বামপায়ে গুলি করে হাসপাতালে ভর্তি করে।  যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ডাক্তার আ ন ম বজলুর রশিদ জানিয়েছেন, তার পায়ে কোন গুলি পাওয়া যায়নি। তবে শরীরে ও পায়ে একাধিক স্থান জখম হয়েছে।  এ বিষয়ে মণিরামপুর থানার ওসি মোল্লা খবির উদ্দিন জানান, তৈয়ব আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এলাকায় ফিরলে আওয়ামী লীগ কর্মীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে গুলি করার অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।