ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সড়কে ঝরলো কামালের প্রাণ, আহত ২

Tito
আগস্ট ২, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রিপন হোসেন সাজু, মনিরামপুর থেকে।।
মনিরামপুরে নেহালপুর-কালিবাড়ি সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আরও দুই যুবক গুরুতর আহত হয়ে যশোর সদর ও নওয়াপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে নির্মাণ শ্রমিক কামাল হোসেন মোটরসাইকেল যোগে দুইজনকে সাথে নিয়ে একটি বিল্ডিংয়ের কাজ দেখে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নেহালপুর কালিবাড়ি মোড়ে পৌছুলে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি আলমসাধুর সাথে সরাসরি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হয়। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী পাঁচাকড়ি গ্রামের মোশারফ হোসেন (৫৫) ও খাটুয়াডাংগা গ্রামের আব্দুল্লাহ (২৬) গুরুতর আহত হয়।
নিহত কামাল হোসেন উপজেলার খাটুয়াডাংগা গ্রামের হযরত আলীর ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।