রিপন হোসেন সাজু, মনিরামপুর থেকে।।
মনিরামপুরে নেহালপুর-কালিবাড়ি সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আরও দুই যুবক গুরুতর আহত হয়ে যশোর সদর ও নওয়াপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে নির্মাণ শ্রমিক কামাল হোসেন মোটরসাইকেল যোগে দুইজনকে সাথে নিয়ে একটি বিল্ডিংয়ের কাজ দেখে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নেহালপুর কালিবাড়ি মোড়ে পৌছুলে বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি আলমসাধুর সাথে সরাসরি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হয়। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী পাঁচাকড়ি গ্রামের মোশারফ হোসেন (৫৫) ও খাটুয়াডাংগা গ্রামের আব্দুল্লাহ (২৬) গুরুতর আহত হয়।
নিহত কামাল হোসেন উপজেলার খাটুয়াডাংগা গ্রামের হযরত আলীর ছেলে।