হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ৷৷
মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক কেজি গাঁজাসহ মিনারা খাতুন (৪৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট-২০২১) দুপুর ২টার দিকে উপজেলার রাজগঞ্জের রামপুর কাচারিবাড়ি এলাকা থেকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করেন। আটক মিনারা যশোর শংকরপুর এলাকার ইউনুচ আলীর স্ত্রী।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আজমল হোসেন বলেন- সাতক্ষীরার কলারোয়া এলাকা থেকে গাঁজা নিয়ে মনিরামপুরে আসছিলেন ওই নারী। চাকলা খোর্দ ঘাটের সেতু পার হয়ে ইজিবাইকে চড়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রামপুর কাচারিবাড়ি এলাকায় বাইকটি থামিয়ে ওই নারীর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর টেপ দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত ওই নারীকে থানায় সোপর্দ করা হয়েছে।