মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক এমএ রাজ্জাকের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে গত শুক্রবার বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সহকারী অধ্যাপক আব্বাস উদ্দীন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, আইসিটি সম্পদক শফিয়ার রহমান, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, মাষ্টার আনিছুর রহমান, ইউনুচ আলী, ডাঃ শফিদুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল আক্তার, এম আলাউদ্দীন, মোস্তফা আলমগীর কবীর, প্রভাষক সঞ্জয় কুমার দে, রিপন হোসেন সাজু, আক্তারুজ্জামান সুমন, মুফতি জুবায়ের আহমদ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা ইদ্রিস আলী।