ইউরোপ ব্যুরো।।
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ডিবিসি টেলভিশনের স্পেন প্রতিনিধি এবং আইওন টিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি বকুল খান এক সংক্ষিপ্ত সফরে লন্ডনে রওনা হয়েছেন। তিনি ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যার বিমানে তিনি মাদ্রিদ আদোলফ সুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এসময় তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক সফল করার লক্ষ্যে লন্ডনে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক সংগঠনের সাথে মতবিনিময় করবেন।
এছাড়াও বকুল খানের লন্ডনে অবস্থানরত আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে মিলিত হওয়ার কথা রয়েছে।