ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর পৌর মেয়রের বাসায় দূর্বৃত্তদের বোমা হামলা

admin
ফেব্রুয়ারি ৩, ২০১৫ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুরে সোমবার গভীর রাতে পৌরমেয়র ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের বাসায় দূর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শহীদ ইকবাল হোসেনের স্ত্রী মেরি ইকবাল জানান, রাত একটার দিকে দূর্বৃত্তরা বাসার প্রধান গেটে পর পর পাঁচটি বোমা নিপে করলে প্রকট শব্দে তা বিষ্ফোরিত হয়। এসময় পৌর মেয়র বাসায় ছিলেননা। থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, বোমা হামলার খবর জানিনা তবে শুনেছি দূর্বৃত্তরা মেয়রের বাসায় অগ্নি সংযোগের চেষ্টা করে ব্যর্থ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।