দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজের প্রতিবাদে যশোরের মণিরামপুরে আওয়ামীলীগসহ ১৪ দলীয় জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মণিরামপুরে ১৪ দলের মানববন্ধন ও সমাবেশ রোববার বিকেলে পৌর শহরে দীর্ঘ মানববন্ধন শেষে আ’লীগ কার্যালয়ের সামনে এক বিােভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক হাফিজুর রহমান দুলু, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেবাশীষ সরকার বাবু, সাধারন সম্পাদক স.ম.আলাউদ্দিন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য প্রভাষক ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সন্দীপ ঘোষ প্রমূখ।