যশোরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু যশোর শহরের গাড়িখানা রোড এলাকার আজিবর রহমানের ছেলে।
র্যাব জানিয়েছে, রাতে রাজুকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে রাজুর সহযোগীরা র্যাবকে গুলি করে। গুলি বিনিময়কালে নিজের সহযোগীদের গুলিতে মারা যায় রাজু ওরফে ভাইপো রাজু। র্যাব যশোর ক্যাম্পের অধিনায়ক মেজন আশরাফ উদ্দিন জানান, শনিবার রাতে একাধিক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি রাজু ওরফে ভাইপো রাজুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। শেষ রাতের দিকে র্যাব সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। ভোর ৫টার দিকে শহরতলীর মুড়লিতে যশোর-খুলনা মহাড়কের পাশে ইশমাম পেট্রোল পাম্পের বিপরীতে একটি ইট ভাটার কাছে পৌঁছে অভিযান চালানোর আগেই রাজুর সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি বিনিময়কালে পালাতে গিয়ে নিজের সহযোগীদের গুলিতে জখম হয় রাজু। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মেজর আশরাফ আরও জানান ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবর ও একটি শার্টার গান এবং দুইটি গুলি উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে যশোরের সাবেক পাবলিক প্রসিকিউটর এজেডএম ফিরোজের একমাত্র ছেলে অর্নব হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।