যশোরের মণিরামপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারকে বিদায় ও নতুনকে বরণঅনুষ্ঠান হয়েছে। রোববার দুপুরে ওই অফিসের স্টাফরা সম্প্রতি বদলী হওয়া আরডিও প্রকাশ চন্দ্র সরকারকে বিদায় সংবর্র্ধনা ও নতুন অফিসাকে বরণ অনুষ্ঠান করেন।এই কর্র্মস্থল থেকে সাতক্ষীরা সদরউপজেলায় বদলীহওয়া প্রকাশ চন্দ্র সরকার মণিরামপুরে যোগদান করেছিলেন ২৭/০৯/১১ ইংতারিখে।এখানে ৩ বছর ৪ মাসে তিনি অফিস স্টাফসহ সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। একারনে তার বদলীতে কষ্টপান তার সহকর্মীরাসহ বিআরডিবির সাথে সম্পৃক্তরা। অপরদিকে,১৫ ফেব্রুয়ারি আরডিও পদে যোগদান করেন অনুপম দাস। তাকেও বরণ করেনেন অফিসস্টাফরা। বিদায় ও বরণঅনুষ্ঠানে উপস্থিতছিলেন, সহকারী পল্লীউন্নয়ন অফিসার মানসকুমার হালদার,সহকারী পল্লীউন্নয়ন অফিসার (ইরেসপো)মোঃসালাউদ্দিন,মাঠ সংগঠক উত্তম বিশ্বাস, রীনাবিশ্বাস,নূরনাহার,লিমাখাতুন,রত্নামন্ডল, রহিমাবেগম,হাজিরাবেগম,শহীদ, জামিরুল,গোলামরসুল,ইউনুচআলী, কবীর হোসেন প্রমূখ।উল্লেখ্য,হিসাব সহকারী হিরা খাতুনেরও বদলী হওয়ায় তাকেও বিদায় সংবর্র্ধনা দেয়া হয়।