যশোর কেন্দ্রীয় কারাগারে আবদুর রহমান (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। আবদুর রহমান শহরের পূর্ব বারান্দীপাড়া কবরস্থান এলাকার আবদুল করিম ওরফে কাঞ্চনের ছেলে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক আক্তারুজ্জামান মির্জা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্যাস্ট্রিকজনিত কারণে অসুস্থ হলে কারগার কর্তৃপক্ষ রহমানকে হাসপাতলে ভর্তি করে। সকালে তার মৃত্যু হয়। তবে রাতে খাবারের মধ্যে সমস্যা থাকতে পারে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, নারী ও শিশু নির্যাতন আইনে স্ত্রী ফাতেমা বেগমের দায়ের করা মামলায় ১৯ ডিসেম্বর আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারগারে ছিলেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার জানান, আবদুর রহমান জেলখানায় আসার পর থেকে অসুস্থ ছিলেন। বুকে ব্যথার কারণে তিনি কারাগার হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাতে ব্যথার মাত্রা ছাড়ালে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।