মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জি,এম ওমর ফারুকের দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তার প্রথম নামাজে জানাযা পৌর এলাকার মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন সাবেক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচীব মুফতি মুহম্মদ ওয়াক্কাস। পরে তার নিজ এলাকায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও রুহের মাগফেরাত কামনাসহ তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক মন্ত্রী ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মুহম্মদ ওয়াক্কাস এবং যশোর জেলা যুব জমিয়তের আহবায়ক মাওঃ ইয়াছিন।