যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন বর্তমান সরকার আমলেই শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে। আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা কেবল একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। এ জন্য সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত বৃহস্পতিবার যশোরের মণিরামপুর উপজেলার গোপালপুর কলেজিয়েট স্কুলের ৭৫ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, যশোর মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ, বিদ্যালয়ের প্রক্তন ছাত্র ড. মিজানুর রহমান, স্থানীয় চেয়ারম্যান এড, মুজিবুর রহমান, শিল্পপতি আবুল কালাম আজাদ ও চৈতন্য কুমার দে প্রমূখ।