ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের পাঁচকাটিয়া পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ের নিয়োগ বাতিলের দাবি অভিভাকদের

admin
এপ্রিল ১০, ২০১৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরের পাঁচকাটিয়া পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। বার বার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেও প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা না পাওয়ায় শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। বর্তমানে চারজন প্রার্থী তাদের চাহিদা মত টাকা দেয়ার আশ্বাস দেয়ায় নিয়োগ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরুDurniti করেছেন তারা। এ নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে বৃহস্পতিবার যশোর জেলা প্রাশাসকের কাছে আবেদন করেছেন স্কুলের অভিভাবকরা। দাতা সদস্য সুকুমার কর্মকারের আবেদনে জানা গেছে, পাঁচকাটিয়া পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ে তিনজন শিক্ষক ও একজন কর্মচারী নিয়োগ দেয়ার জন্য কয়েকবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।images-10 প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদ্যদের চাহিদা মত টাকা না দেয়ায় নিয়োগ বন্ধ করে দেয়া হয়। সম্প্রতি প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের চারটি পদে পলাশ বিশ্বাস, বিপুল মল্লিক, লিপিকা সরকার ও হিরু বিশ্বাস ৩০ লাখ টাকা দিতে রাজি হওয়ায় নিয়োগ দেয়া হবে বলে তাদের আশ্বাস দিয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হলে তাদের মেয়েদের লেখাপড়া হবেনা । তারা অবিলম্বে এ নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।