মণিরামপুরে ময়নামতি জমি জরিপ প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগেতিন মাস ব্যাপী জমি জরিপ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় মণিরামপুর পৌরসভা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক জি.এম আব্দুল মালেক এর সভাপতিত্বে এক সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও কালের কন্ঠের প্রতিনিধি বাবুল আকতার ও প্রশিক্ষক আসাদুজ্জামান রাজীব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব কেরামত আলী, গোলক কুমার বিশ্বাস, মশিয়ার রহমান, আব্দুস সামাদ, আল মামুন বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, তিন মাস ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ২০জন প্রশিক্ষনার্থী অংশ নেন।