ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কেমিক্যাল দিয়ে ফল পাঁকানো বন্ধে মতবিনিময় সভা

admin
এপ্রিল ২৯, ২০১৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে কেমিক্যাল দিয়ে ফল পাঁকানো বন্ধে উপজেলা পরীবিক্ষন কমিটি ও ফল ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার উপজেলা মিলনায়নে সভায় সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেOLYMPUS DIGITAL CAMERAয়ারম্যান ফজলুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, মণিরামপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি কেষ্টলাল বণিক, সাধারণ সম্পাদক প্রমূখ। সভায় বক্তারা কেমিক্যাল মুক্ত ফল বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। এ ছাড়া কেমিক্যাল যুক্ত ফল খেলে মানবদেহে ক্ষতিকর দিকসমূহ আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।