মণিরামপুরে কেমিক্যাল দিয়ে ফল পাঁকানো বন্ধে উপজেলা পরীবিক্ষন কমিটি ও ফল ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার উপজেলা মিলনায়নে সভায় সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, মণিরামপুর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি কেষ্টলাল বণিক, সাধারণ সম্পাদক প্রমূখ। সভায় বক্তারা কেমিক্যাল মুক্ত ফল বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। এ ছাড়া কেমিক্যাল যুক্ত ফল খেলে মানবদেহে ক্ষতিকর দিকসমূহ আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা।