মণিরামপুর উপজেলার পৌর এলাকার তাহেরপুর গ্রামে দিনে দুপুরে আ’লীগ কর্মীর বাড়ীতে প্রাচীর বাউন্ডারী টপকিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজ চলাকালে এবং বাড়ীর লোকজন আত্মীয় বাড়ীতে যাওয়ার সুযোগে সংঘবদ্ধ চোরেরা চুরি করা মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জানাযায়, তাহেরপুর গ্রামের আ’লীগের কর্মী আব্দুল হামিদ ও তার পরিবারের লোকজন শুক্রবার বেলা ১১টার দিকে আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়। এমন সুযোগে ওই বাড়ীর প্রাচীর বাউন্ডারী টপকিয়ে বারান্দার গ্রীলকেটে ও ঘরের তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে চোরেরা। বাড়ীর মালিক আব্দুল হামিদ জানান, তার পুত্র সবুজ হোসেন বিদেশে আছে। বাড়ী আসলে তার বিয়ের জন্য ওই চুরি হওয়া স্বর্ণালংকার আগে থেকে ক্রয় করে বাড়ীতে রাখা ছিল। স্থানীয়দের ধারনা দুপুরের পর জুম্মার নামাজ চলাকালে ওই এলাকায় প্রায় পুরুষ শুন্য পেয়ে চোরেরা সুযোগ বুঝেই তাদের কাজ হাসিল করে শটকে পড়েছে।