যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার শিশু-কিশোরীসহ ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে তিন জন শিশু, তিন জন নারী, এক কিশোরী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা ঢাকা, যশোর ও নড়াইল জেলার অধিবাসী। পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ভারতে পাচারের চেষ্টাকালে বুধবার সকালে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে যশোরের মনিরামপুরের উলাডাঙ্গা গ্রামের মাহাবুব রহমানের মেয়ে তাহেরা (১৫) এবং ঢাকার ধানমন্ডি বধূবাজার এলাকার সেকেন্দারের ছেলে নাইম (৮) কে উদ্ধার করা হয়। এ ছাড়া বেনাপোল গাতীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন জন পুরুষ, দুই শিশু ও তিন জন নারীকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করেন। তারা নড়াইল ও যশোর জেলার অধিবাসী। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। উদ্ধারকৃতদের বুধবার দুপুরে যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি অপুর্ব হাসান।