মণিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর গ্রামে একই রাতে ৬ বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে বাড়ীর লোকজন ঘুমিয়ে থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটায়। গ্রামবাসী সূত্রে জানাযায়, চোরেরা ওই গ্রামের রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, লিয়াকত হোসেন, শাহানাজ পারভীন লিপি, মুনছুর আলী ও আকবর আলীর বাড়ীতে হানা দিয়ে নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।