মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মহসিন আলী (২৮) নামে এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ-আটক করেছে। আটক মহসিন উপজেলার মল্লিকপুর গ্রামের আবুল কশেমের পুত্র। মণিরামপুর থানার এসআই তাসমীম আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে পৌর এলাকার তাহেরপুর গ্রামের আকরাম মোড় নামক স্থান থেকে মহসিনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১টি ওয়ান-শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশের দাবী। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা রেকর্ড করে গতকাল শুক্রবার আটক মহসিনকে আদালতে চালান দেয় পুলিশ।