মণিরামপুর পাবলিক লাইব্রেরিতে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলার স্থানীয় কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে এ আসর অনুষ্ঠিত হয়। শিক্ষক সাইফুল আলমের সভাপতিেেত্ব ও কবি হুমায়ুন আফতাবের পরিচালনায় সাহিত্য আসরে উপস্থিত ছিলেন কবি মনোরঞ্জন পাঁড়ে, যাত্রী সাহিত্য পত্রিকার সম্পাদক কবি হুসাইন নজরুল হক, কবি-শিক্ষক ও সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, কবি শান্তনু চক্রবর্তী, জাহানারা মুক্ত, কৃষ্ণপদ মল্লিক, ফারহানা আফরোজা রিক্তা, এরশাদ হারুন, নাঈমা খাতুন প্রমূখ।