মণিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১০ জনকে আটক করেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে,উপজেলার জুড়ানপুর গ্রামের অজিতের পুত্র মৃনাল, কনেকের পুত্র তপু ও রেজাউলের পুত্র সানু,জোঁকা গ্রামের বাবর আলী সর্দারের পুত্র আ.রহমান ও খোরশেদ সর্দারের পুত্র আলমগীর হোসেন,নাদড়া কালারহাট গ্রামের মুছা মোড়লের পুত্র ইজ্জত আলী,গাঙ্গুলিয়া গ্রামের ইসমাইলের পুত্র আলী হোসেন,কাজিয়াড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র আ.রউফ,গোপালপুর গ্রামের ইজাহার আলীর পুত্র আতিয়ার ও চালকিডাঙ্গা গ্রামের রমজান আলীর পুত্র মফিজুর রহমান। আটক ১০ জনকে বিভিন্ন অভিযোগে মঙ্গলবার আদালতে চালান দেওয়া হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।