ঢাকাসোমবার , ৬ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ছিনতাইকারী সন্দেহে ৬ যুবক আটক

admin
জুলাই ৬, ২০১৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুরে ছিনতাইকারী সন্দেহে জনতা ৬ যুবককে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকায় এঘটনা ঘটে। ধৃতরা হচ্ছে,উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামের আ.আজিজ সরদারের ছেলে মামুন (১৮), নূরুল ইসলামের ছেলে তবিবুর রহমান (১৮) ও আজিবরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৮), ঢাকুরিয়া গ্রামের দীলিপ চক্রবর্তীর ছেলে তন্ময় (২৩),তেলিকুড় গ্রামের ভূষন চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তী (১৮) এবং চাঁপাকোনা গ্রামের আ.সবুরের ছেলে শরিফুল ইসলাম (১৮)। আটক ৬ জনের মধ্যে প্রথম ৫ জন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং শরিফুল আলমসাধু চালক।07.07
আটক মামুন ও তন্ময় জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তারা ৬ জন দুটি মটর সাইকেল ভাড়া করে নিয়ে সুন্দলপুর বাজারে যাচ্ছিল। অপর দিকে ঢাকুরিয়া প্রতাপকাঠি তারুয়াপাড়ার মৃত অধির কুমার দাসের ছেলে অরুন সুন্দলপুর বাজার থেকে পান বিক্রি করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মটর সাইকেল দুটি বাজারের কাছাকাছি গেলে গাড়ির হেডলাইটের আলো গিয়ে অরুনের চোখে পড়ে। এতে অরুনের সাথে তাদের বাকবিতন্ড হয়। এক পর্যায়ে অরুন ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকেন। অরুনের চিৎকার শুনে লোকজন ছুটে এসে ৬ জনকে ধরে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখে। সংবাদ পেয়ে মণিরামপুর থানার এসআই ইকবাল রাত ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
এসআই ইকবাল জানান,আটক ৬ জন কলেজে পড়ে। এরা ছিনতাইকারী কিনা তদন্তের পর জানা যাবে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সহকারী মেডিকেল অফিসার রাজিবুল আলম জানান,আটক ৬ জন এখন আশংঙ্কামুক্ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।