ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে স্ত্রীসহ শ্বশুর পরিবারের বিরুদ্ধে ট্রাক শ্রমিককে হত্যার অভিযোগ : আটক- ১

admin
জুলাই ১৬, ২০১৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরে স্ত্রী ও শ্বশুর পরিবারের বিরুদ্ধে তোয়েবুর রহমান ওরুফে তোয়েব (৩২) নামে এক ট্রাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছে। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার গোপীকান্ডপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাক শ্রমিকের লাশ উদ্ধারসহ ১ জনকে আটক করেছে। পুলিশ ওই স্থানীয়রা জানায়, যশোর সদর উপজেলার রাজারহাট-কচুয়া গ্রামের মৃত গফ্ফার মোল্লার পুত্র তোয়েবুর বিগত ৫/৬ বছর ধরে মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতো।Monirampur Man Dead 15.07.15 বছর খানেক হবে শ্বশুর বাড়ির পাশে জমি কিনে পাঁকা বাড়ি নির্মাণ করে স্ত্রী রোজিনা খাতুন এবং একমাত্র পুত্র তুহিন (৭) বছরকে বসবাস করতো। সে কখনো ট্রাকের হেল্পার আবার কখনো চালক হয়ে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মালামাল বহন করতো। সে কারণে মাসে ৬/৭ দিন স্ত্রী-সন্তানের কাছে থাকতো। গত মঙ্গলবার ইফতারের সময় গোপীকান্তপুর নিজ বাড়িতে আসে তোয়েবুর। এর কিছুক্ষণ পর স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায় তার মারামারি হয় বলে স্থানীয়রা জানায়। রাত ৮ টাক দিকে পাশের বাড়ির লোকজন তোয়েবুরের মৃতদেহ দেখতে পায়। এ সময় তার স্ত্রী রোজিনাসহ শ্বশুর পরিবারের কেউ সেখানে না থাকলেও পিতার লাশের পাশে কান্নাকাটি করছিলো ৭ বছরের তুহিন। খবর পেয়ে রাত ১২ টার পর মণিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নিহতের শ্যালক আবু তাহের (২১) কে আটক করে। এ ব্যাপারে নিহতের শ্বশুর পরিবারের দাবি স্ত্রীর সাথে মারামারি করে তোয়েবুর আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে থানার মধ্যে নিহতের মা হামিদা বেগম, ভাই শামীম হোসেন ও মশিয়ার রহমান সাংবাদিকদের জানান, তোয়েবুরকে তার স্ত্রীসহ শ্বশুর পরিবারের লোকজন হত্যা করে আত্মহত্যার প্রচার চালাচ্ছে। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহতের ভাই মশিয়ার রহমান বাদী হয়ে স্ত্রী রোজিনা, শ্বশুর মহিউদ্দীন ফকির সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবীর আহমেদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত চলছে তোয়েবুরের মৃত্যু কিভাবে হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।