মণিরামপুর অফিস
মণিরামপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ইয়াবা ও গাঁজাসহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত ২ জন হলেন খেদাপাড়া ইউনিয়নের মামুদকাটি মাঠপাড়া এলাকার মৃত মকলেছুর রহমানের পুত্র নুর ইসলাম (৫২) ও কাশিমনগর ইউনিয়নের কুলিপাশা গ্রামের মৃত হাজের আলী মাড়লের পুত্র শাহাদাত হোসেন (৪৮)। পুলিশ এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাজা ও ৫ পিচ ইয়াবা উদ্ধার করে।