ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০১৫
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে বিদ্যুত স্পৃষ্ঠে শ্রমিকের মৃত্যু

admin
জুলাই ২৯, ২০১৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মণিরামপুরে পানির ট্যাংকের কাজ করতে এসে বিদ্যুত স্পৃষ্ঠে যশোরের খড়কির বাপ্পি হোসেন (২৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নেহালপুর ইউনিয়নে এঘটনা ঘটে। বাপ্পি যশোরের খড়কি এলাকার গোলাম হোসেনের ছেলে। নেহালপুরElectrocuted_B_929124170 ইউনিয়ন চেয়ারম্যান নাজমুস সাদাত জানান, বাপ্পীসহ আরো দু’জন ঘটনার দিন দুপুরে নেহালপুরের আবুবক্করের ছেলে সফিকুল ইসলামের বাড়ির ছাদে পানির ট্যাংক বসানোর কাজ করছিলো। এসময় ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তার হটাত বাপ্পির কানে লাগে। সাথে সাথে বাপ্পি ছিটকে নিচে পড়ে যায়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিতসক মাহমুদুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। ডা.মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান,‘হাসপাতালে আনার পর আমরা বাপ্পিকে মৃত অবস্থায় পেয়েছি।’ মণিরামপুর থানার ওসি মোল্যা খবীর আহমেদ জানান,  বাপ্পির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।